মাদক, লিঙ্গ বৈষম্য, মানবপাচার, পলিথিন ব্যবহার ও করোনা সংক্রমন রোধে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউএনডিপি ও ড্যানিডার সহযোগিতায় একলাবের বাস্তবায়নে আজ ২২ জুলাই, বুধবার রামু উপজেলায় সচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়।
জাগো নারী উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম।
একলাবের প্রোগ্রাম অফিসার আহমেদ শাহেদের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সামাজিক সংহতি প্রকল্পের ব্যবস্থাপক কেফায়েত উল্লাহ্ সাজ্জাদ। তিনি উক্ত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। সেই সাথে রামু উপজেলার যুব সমাজকে এসব অপরাধ মূলক কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহন করার আহ্বান জানান।
উক্ত সভায় রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবক-যুবতিরা অংশ নেয়।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, সামাজিক সংহতি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মিজানুর রহমান ও ময়না বড়ুয়া।