রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বি এন পির সাবেক সহ- সভাপতি এ্যাডভোকেট এম এ খালেক ও তার ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলের বিরুদ্ধে রেলের জমি দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী রেল স্টেশনের পেছনে রেলের স্যানেটারি ইন্সপেক্টর অফিসের দেয়াল ও অফিস ভেঙ্গে শ্রমিক দিয়ে জোর পূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মান শুরু করে আসামীরা।
রেলের কর্মকর্তারা রাস্তা নির্মানে বাধা দিতে গেলে তাদের উপর মারমুখী আচরণ করে।
পরে রেলের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে।
মামলায় আসামী হলো এ্যাডভোকেট এম এ খালেক, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর জলিল ও এমএ খালেদ পাভেল