কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা গাজী আবুল কালাম, তার স্ত্রী ও তার ছেলের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা করে গুরুতর আহত করেছে।
ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর (রবিবার)বিকাল ৫টার সময়।
আহতরা হচ্ছেন,লম্বরীপাড়ার হাজী আবুল কালাম (৬০)তার স্ত্রী ছেনুয়ারা বেগম(৫৫),তাদের ছেলে কামরুল ইসলাম( ২৫) তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারীরা হলেন,(১)শফিউল ইসল কাজল (২)
মিয়া হোসেনের ছেলে নুরুল আবছার বাহাদুর(৩)
বাহাদুরের ছেলে বাবু(৪) মৃত কাদের হোসেনের ছেলে মান্নান সহ আরো অজ্ঞাত ৪/৫জন।
জানা গেছে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা গাজী আবুল কালামের পরিবার ও নুরুল আবছার বাহাদুরের পরিবার ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ লেগে যায়,পরে এবিষয়ে মিটমাটের জন্য শ্রমিক নেতা শফিকুল আলম কাজল তার ভগ্নিপতি নুরুল আবছার বাহাদুরের বাড়িতে আসার পথে হাজী আবুল কালামের স্ত্রীকে পথিমধ্যে দেখে তারা তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। এ ঘটনা শুনে আবুল কালামের ছেলেরা তাদের মাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে দু’পক্ষের লোকজন আহত হয়।
হাজী আবুল কালামের ছেলে মিজান জানান,ঘটনার পরে যখন দুই পরিবারের আহত লোকদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, তখন হাসপাতাল কর্তৃপক্ষ শফিকুল আলম কাজল সহ নুরুল আবছার বাহাদুরের পরিবারের লোকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে কিন্তু হাজী আবুল কালাম সহ তার পরিবারের লোকদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা না করে হাসপাতালে বারান্দায় ফেলে রাখে এবং তাদের চিকিৎসা না দিতে কিছু উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতারা হাসপাতাল কর্তৃপক্ষকে নিষেধ করে। পরে কোন উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চলে যান।