শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

রামুতে শীতকালীন সবজি চাষে আশার আলো |বাংলাদেশ দিগন্ত

কফিল উদ্দিন রামু:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫১৮ বার পঠিত

রামু উপজেলার বিভিন্ন গ্রামে শীতকালের আগমনে কৃষকেরা অগ্রীম শীতকালীন সবজি চাষ করেছেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে । সেই সবজি চাষ আভাস দিচ্ছে সফলতার। ডাকঁ দিচ্ছে দেশের অর্থনীতির চালিকা শক্তিকে মজবুত করার। কিছুদিন বাজারে মিলবে শীতের নানা সবজি। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো,বরবটি, শিম, লাউ, শসা, মুলাসহ শীতকালীন নানা সবজির দেখা পাওয়া যাবে বাজারে।

শীত মৌসুমকে সামনে রেখে প্রচন্ড গরম ও তাপপ্রবাহ সহ্য করে সবজি খেতে ব্যস্ত সময় পার করতেছেন রামু উপজেলার চরাঞ্চলের ১১ ইউনিয়নের লক্ষাধিক কৃষক। তাদের একটাই লক্ষ্য প্রতিবছরের মতো এ বছরেও সবজি চাষে সফলতা অর্জন। তাদের লক্ষ্য,শীতের শুরুতেই আগাম শীতকালীন ফুলকপি,বাঁধাকপি,টমেটো,বরবটি,শিম, মুলা, শসা, বেগুন, লাউ, ঢ্যাঁরসসহ নানা সবজি বাজারে তুলে বাড়তি মূল্য হাতে পাওয়া। তাই চারা পরিচর্যা, পোকার আক্রমণ ঠেকানোর জন্য কীটনাশক ছিটানো আর খেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলার দক্ষিন মিঠাছড়ি চরাঞ্চলের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর তারা শীতের সবজি আবাদে মনোযোগ দেন। সারা বছর ধান বা অন্য ফসল চাষ করে যে আয় হয়,তার চেয়ে বেশি হয় শীত মৌসুমের সবজি। তারা এ বছরও প্রতিবছরের ন্যায় ফসলের বাম্পার ফলন হবে বলে আশাবাধি।

কথা হয় রামুর কাউয়ারখোপ বইলতলী গ্রামের কৃষানি লাকী বেগমের সঙ্গে। সে জানালেন, আমি এ বছর লাউ, শশা, কপি, ফুলকপি, বাধাকপি চাষ করেছি। এখন পর্যন্ত আমি কোন শাকসবজি বিক্রি করেনি। তবে আমি আশাবাধি খুব শীঘ্রই শীতকালীন সবজি ঘরে তুলতে পারব। তবে গত বছর শীতকালীন শাকসবজি চাষ করে লাভবান হয়েছিলাম। স্বামী ছাড়া ছেলেমেয়েদের নিয়ে খুব সুখে চলতেছে আমার সংসার।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, রামুর সকল ইউনিয়নের অর্ধশত গ্রামে উৎপাদিত শীতকালীন সবজির চাষ করা হয়। তাদের উৎপাদিত শীতকালীন সবজি কক্সবাজার জেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ফলে প্রতি বছর এসব গ্রামের কৃষক শীতকালীন সবজির ওপর ভরসা করেন।

রামু উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে জানা যায়, এবছর শীতকালীন মৌসুমে মসলাজাতীয় ও বিভিন্ন জাতের সবজিসহ ২১শ হেক্টর মতো চাষ হয়েছে, যার উৎপাদন দাড়াবে প্রায় ৩০হাজার মেট্রিকটন। কৃষকদের সহায়তার বিষয়ে জানতে চাইলে তারা জানালেন,সরকারি ভাবে যদি কোনো বরাদ্দ আসে তাহলে আমরা সুষমবন্ঠনের মাধ্যমে কৃষকদের দিয়ে থাকি,আর এ অর্থ বছরে কিছু এনজিও সস্থা কৃষকদের সহায়তায় কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!