রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “ পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে ব্যাপক মারধরের অভিযোগ! দেশে ৪ কোটি মানুষের চলছে দুর্দিন,ঋণ করেই চলছে ৭৪ভাগ পরিবার কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

রামুতে হত্যা মামলার আসামী মোস্তাক আহাম্মদকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা |বাংলাদেশ দিগন্ত

রামু সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৯১০ বার পঠিত

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়ার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার আসামী মোস্তাক আহাম্মদকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা।

জানা যায়, গত ১৮/১২/১৯ ইং ঘটে যাওয়া নির্মম হত্যা কান্ড মামলার ০২ নং আসামী মোস্তাক আহাম্মদ(প্রকাশ খুনি মোস্তাক) স্থানীয় জনতাকে আক্রমণ করার চেষ্ঠা করলে জনতা ক্ষিপ্ত হয়ে আত্নরক্ষার জন্য গণধোলাই দেয়,পরে মোস্তাক আহাম্মদকে উদ্বার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তারা। রামু থানা পুলিশ বিষয়টি অবগত হলে তৎক্ষণাৎ রামু থানার এসআই আমিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হাসপাতালে গিয়ে তাকে গ্রেফতার করেন।

০৪ নভেম্বর ২০২০ ইংরেজি বুধবার রাত ৭:৩০ মিনিটের সময় উপজেলার উখিয়ারঘোনা এলাকার উত্তর পশ্চিম পাশে রাবার বাগানে মোস্তাক আহাম্মদ অতীতের ন্যায় লোকজনের উপর আক্রমণের চেষ্টা করলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা প্রতিবেদককে নিশ্চিত করেন।

অপরদিকে এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান প্রতিবেদকে জানান, আহত মোস্তাক একজন ক্রাইম সংক্রান্ত ব্যক্তি এবং সে জাহাঙ্গীর হত্যা মামলার একজন আসামী,
আজ (০৪/১১/২০ইং) সন্ধ্যার সময় এলাকার লোকজনকে মাইর ধর করতে চেষ্টা করলে জনতা আত্নরক্ষার জন্য জনতা গণধোলাই দিয়ে রামু চা বাগান হাসপাতালে নিয়ে যায়,বর্তমানে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পুলিশ হেফাজতে প্রেরন করেছি,সে সুস্থ হলে তাকে সংশ্লিষ্ট আইনে জেলে প্রেরণ করা হবে।

উল্লেখ্য নিহত জাহাঙ্গীর প্রাণ হারায় তার আপন ভাই মকবুল আহমদ (৪৩), চাচাতো ভাই মোস্তাক আহমদ প্রকাশ (খুনী মোস্তাক) সহ প্রায় ০৮/১০ জনের একটি সন্ত্রাশী দলের হাতে । উক্ত ঘঠনার পর নিহত জাহাঙ্গীর এর স্ত্রী হাসিনা আক্তার (৩২) বাদী হয়ে রামু থানায় গত ২২/১২/১৯ ইংরেজি মামলা নং- ৩১/১৯ খ্রি: দায়ের করেন। উক্ত মামলায় উখিয়ারঘোনা এলাকার ১/ মৃত বাদশা আলমের ছেলে মকুল আহমদ (৪৩), ২/ মৃত নুর আহমদ মোস্তাক আহমদ (৩৯) প্রকাশ (খুনী মোস্তাক), ১নং আসামী মকবুল আহমদের স্ত্রী আয়েশা বেগম (৩৭), ৪।মো: হোছন, প্রকাশ কালু চৌকিদারের ছেলে মির কাশেম (৩০), ৫। মৃত নুর আহমদের ছেলে মমতাজ মিয়া ভুট্টু সহ আরো ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
মোস্তাক আহাম্মদকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেও মামলার অপর আসামীগুলা এখনো অধরা বলে জানিয়েছে এলাকাবাসী। এদিকে রামু থানা কতৃপক্ষও ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করতে খুবই তৎপর রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!