রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে দক্ষিণ পাশে চাকমার-কাটা নামক গ্রামে বালু খেকোঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা।
বালু মহাল ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ২০১০ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ড্রেজার মেশিন নষ্ট করে,পাইপ লাইন জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা সাংবাদিকদের নিশ্চিত করেন।
আজ ৩রা নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টা দিকে সময় গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, কিছু অসাধু পাহাড় ও বালু খেকোঁ প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন সহ পাহাড় কর্তন করে আসছে। এ নিয়ে আমরা রামু উপজেলা প্রশাসন খুবই তৎপর। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়, এবং কিছু মালামাল জব্দ করা হয়, তাদের আমরা সতর্ক করে দিয়েছি,পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এটা স্পষ্টক্ষরে জানিয়ে দিয়েছি,তবে পুর্বের ন্যায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপজেলা সমবায় কর্মকর্তা,রামু ও গর্জনিয়া ভুমি অফিসের
কর্মকর্তাগণ,স্থানীয় এমইউপি সদস্য,সাংবাদিকবৃন্দ, রামু থানা ব্যাটালিয়ন পুলিশ,গ্রাম পুলিশ, সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তাছাড়া রামুতে পাহাড় কাটা বন্ধ,বাল্য বিবাহ, অবৈধ বালি উত্তোলনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেন উপজেলা প্রশাসন রামু।