রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড ও ০৯ ওয়ার্ডের আওতাধীন উখিয়ারঘোনা ছোট জামছড়ি সেচ প্রকল্প ২০২০ ইংরেজি সনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে সেচ প্রকল্প প্রধান (স্কিম ম্যানেজার) হিসাবে ফুটবল প্রতিক নিয়ে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উখিয়ার ঘোনা ০৮ নং ওয়ার্ডের মৃত আলী আহাম্মদের পুত্র মোস্তাক আহাম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের পুত্র সুলতান আহাম্মদ(সাবেক ম্যানেজার) তালা প্রতিক নিয়ে ৮৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেন।
১২ নভেম্বর বৃহস্পতিবার উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৩ঃ০০ পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসাবে রামু উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহাম্মদ পোলিং অফিসার হিসাবে উপজেলা সমবায় অফিস সহকারি বাপ্পি ঘোষ দায়িত্ব পালন করেন।
স্থানীয় এমইউপি ও নির্বাচন তদারকির দায়িত্বে থাকা হাবিব উল্লাহ জানান, এটি একটি সেচ প্রকল্পের নির্বাচন হলেও একটি স্থানীয় নির্বাচনে মতো পরিবেশ ধারন করেছিল,আমরা সর্বাত্মক চেষ্টা করেছি একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য,সংলিষ্ট সকলের সহযোগিতায় আমরা তা পেরেছি, ৯১ ভোট পেয়ে ফুটবল প্রতিকে মোস্তাক আহাম্মদ স্কিম ম্যানেজার হিসাবে নির্বাচিত হয়েছেন।
রামু উপজেলা সমবায় অফিসার ও সেচ প্রকল্প নির্বাচনের প্রিজাইডিং অফিসার কৃষিবিদ কবির আহাম্মদ জানান, আমরা একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি, স্থানীয় জনগন ও প্রার্থীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।
উল্লেখ্য উখিয়ারঘোনা ছোট জামছড়ি সেচ প্রকল্প ২০২০ ইংরেজি সনের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮৭ টি। এতে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন ফুটবল প্রতিক নিয়ে। দ্বিতীয় স্থানে অবস্থান করেন তালা প্রতিক নিয়ে ৮৭ ভোট নিয়ে। নষ্ট ভোটের সংখ্যা
০৪ টি। অনুপস্থিত ভোটারের সংখ্যা ০৫ টি।