কক্সবাজার জেলার রামু উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা।
০৮ আগষ্ট শনিবার সকাল ১১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া পূর্ব বোমাংখীল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় বলে জানা যায় । এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা নির্বাহী কর্মকতার আগমনের খবর পেয়ে পালিয়ে যায় বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা’র কাছে জানতে চাইলে তিনি জানান,, কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে থেকে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
তাছাড়া তিনি এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।