শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

রাস্তা পাকা না হলে আমরা আর ভোট দেবো না জানালেন ঈশ্বরদীর ভবানীপুরের এলাকাবাসী |বাংলাদেশ দিগন্ত

সবুজ মোল্লা, পাবনা জেলার বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮৪৫ বার পঠিত

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপূর উত্তর পাড়ায় রাস্তার বেহাল দশা।
প্রায় ২০০(দুই শত) পরিবারের বসবাস কিন্ত রাস্তাটিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
আর বৃস্টির দিনে বাসা থেকে বের হওয়ার কোনো রকম ব্যাবস্থা নাই, হাট বাজারে যাওয়ার জন্য পাড়ি দিতে হয় হাটু অব্দি পানি। তেমনি গর্ভবতী মায়ের সঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা, ডেলিভারি হয়ে যায় গাড়ির উপরেই।
এবং এই বিষয় দেখভাল করার মতো কোনো জনপ্রতিনিধি খোজ নিতে আসেনাই
বলে জানালেন এলাকাবাসী।
রাস্থা না হওয়া বিষয়ে প্রশ্ন করলে তারা জানালেন,
রাস্থার আইডি নাম্বার না থাকায় রাস্থা পাকা হচ্ছে না, আর সেই জন্য আমরা গত প্রায় দেড় মাস আগে রাস্থায় ধান লাগিয়েছি। যেহেতু রাস্থা পাকা করা হয় না
শুধু শুধু জমি ফেলে না রেখে আমরা ধান লাগিয়েছি।
তারা আরো বলেন আমাদের এই
রাস্তায় প্রতি বছর মেরামতের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে মাটি ফেলে রাস্থা উচু করে তার মানে রাস্তার আইডি নাম্বার অবশ্যই আছে। তাছাড়া তো লক্ষ টাকা খরচ করবে কেনো এখানে।
প্রতিবার ভোটের সময় এসে আমাদের ভোট নিয়ে জয়যুক্ত হওয়ার পর আর আমাদের কোনো খোজ নেয় নেই বলে জানায় এলাকাবাসী।
আর সেই সাথে বলে দিয়েছেন এবার আমরা আর কারোকেই ভোট দেবো না। আমাদের কাছে সুযোগ সুবিধা উপর মহল থেকে দেওয়া হলেও যেহেতু আমরা সেগুলো পাই না, তাই আমরা আর কারোকেই ভোট দেব না।
এসময় পিয়ারা বেগম ( ৬০) এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের এই রাস্তা সারা জিবন ধরে দেখতেছি রাস্তা শুধু পাকা করার নামে মেপেই নিয়ে যায় কিন্ত কোনো কাজ হই না। সরকারী বাজেটে রাস্তা হওয়ার কথা বললেন তিনি তাদের দাবী রাস্তা পাকা চাই, নইলো এবার থেকে আর কারোকেই ভোট দেবো না
এ ব্যপারে দাশুড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান বকুল সরদারের সাথে কথা হলে তিনি জানান, অল্প দিনের মধ্যেই রাস্তার একটা
ব্যাবস্থা হয়ে জাবে। উপজেলা প্রকৌশলী বিভাগের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব কাজ শুরু করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!