কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী গ্রুপের এক সদস্য কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন )র সদস্যরা ।
আটক আসামি নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শেড নং ৩৭২/৭ ,এম আর সি ৩৩৩৩৫ এর বাসিন্দা ইলিয়াছের পুত্র সাইফুল ইসলাম বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার (৫ই আগস্ট )গোপন সংবাদে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন”র অফিসার সঙ্গীয় ফোর্সসহ রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি বøকের শেড নং ৩৭২/৭ ,এম আর সি ৩৩৩৩৫ এ বিকাল ৫টা ১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় ।
এসময় তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী অস্ত্র (রাম দা ) উদ্ধার করা হয় ।সে সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকতো বলেও সূত্র জানায়।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ১৬ এপিবিএন’র কমান্ডিন অফিসার তারিকুল ইসলাম ।