বান্দরবান জেলাধীন লামা, আলিকদম, ও নাইক্ষ্যংছড়ি এলাকায় চাঁদাবাজ, মাদক কারবারী, সন্ত্রাস ও অপরাধীদের কোন মতে চলতে দেয়া হবেনা বলে কঠোর হুশিয়ারী করেন লামা সার্কেল অফিসার মোঃ রেজওয়ানুল ইসলাম। তিনি আরও বলেন কৃষি পণ্য, কোরবানির পশুবাহী গাড়ি কিংবা গণপরিবহন হতে কোনরূপ অবৈধ টোল বা চাঁদা আদায় করা যাবেনা।
লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি র
ব্যবসায়ী ও পরিবহন মালিক ভাইদের, এরকম চাঁদাবাজির শিকার হলে, লামা সার্কেল অফিসে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।
তবে, কেউ কাওকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা বা বানোয়াট তথ্য দেবেন না। সঠিক তথ্য দিন, সেবা নিন। সকলের প্রচেষ্টায় সুন্দর একটা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ অপরাধ মূক্ত অঞ্চল উপহার দেওয়ায় শপথ করি।
নাইক্ষ্যংছড়ি থানার গুরুত্বপূর্ণ ট্রাইনিং এ প্রধান অতিথির বক্তব্য এই কথা বলে লামা সার্কেল অফিসার রেজওয়ানুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, তদন্ত ওসি জাফর ইকবাল, এবং অন্যান অফিসার বৃন্দ।