বান্দরবান লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজা রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এএসপি (লামা সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম ও লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদের কার্যালয়ে উপস্থিত হয়ে থানার সকল অফিসারদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরাধমুক্ত লামা গড়ার প্রত্যয় নিয়ে বিস্তর আলোচনা করেন উপজেলার এ কর্ণদ্বারদ্বয়। এবং একযোগে সকলে মিলে মিশে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন।