দক্ষিণ মুহুরীপাড়ার হতদরিদ্র পিতা আব্দুস শুক্কুরের কনিষ্ঠ পুত্র, দুর্ঘটনায় আহত পারভেজ মোশাররফ এর চিকিৎসা সেবায় পাশে দাড়িয়েছে কক্সবাজারের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার’।
গত এক সপ্তাহ আগে দুর্ঘটনায় পারভেজ মোশাররফের ডান হাতের দুইটি হাড় সম্পূর্ণরূপে ভেঙে যায়। দারিদ্রতার কারণে তার পিতা তার হাতের অপারেশন দিতে ব্যর্থ হয়ে সমাজের বিত্তবান মানুষের দারস্থ হয়।
এই কঠিন দুঃসময়ে গত ১৮ই আগস্ট মঙ্গলবার আহত পারভেজের পার্শ্ববর্তী এক বিশ্বস্তসুত্রে খবর পেয়ে “সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার” এর নির্বাহী সদস্যগণ তার বাড়িতে হাজির হয়ে চিকিৎসার দায়িত্ব নেন।
সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার তার চিকিৎসা সেবার জন্য সংগঠনের আর্থিক ফান্ড, নির্বাহী সদস্য, উপদেষ্টা সদস্য ও শুভাকাংখীদের যৌথ সহযোগিতায় নগদ পাঁচ হাজার টাকা তার হাতে তুলে দেন এবং পরবর্তী মেডিসিন ব্যয়ের দায়িত্ব নেয়।
উল্লেখ্য এটি উক্ত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসা খাতের ১৫ নং প্রজেক্ট।
আজকের প্রজেক্ট বাস্তবায়নে সংগঠনের নির্বাহী সদস্য রূমা সিদ্দিকা,শাহ খুরশেদ, হাফেজ টিপু সুলতান, বশির উদ্দিন মোহাম্মদ, মোঃ ফয়সাল, উপদেষ্টা সদস্য মোঃ আল আমিন ও শুভাকাংখী মোঃ জুনায়েদ উপস্থিত ছিলেন।