চট্টগ্রামের লোহাগাড়ার শীতার্ত মানুষদের জন্য প্রথম দফায় ১০০০ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র(কম্বল) পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নে বিপ্লব বড়ুয়ার মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে।
উপজেলার চুনতি ইউনিয়নে ২৫ শে নভেম্বর(বুধবার) বিপ্লব বড়ুয়ার সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, শ.ম. জাহাঙ্গীর, আমিনুল হক মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, ছাত্রলীগের সহ সম্পাদক মাহিদুল কবীর মীম, রবিন, সাকিব, তানভীর, আজাদ, সাগর, রিমন প্রমুখ।