কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগাড়ার আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বীজ সরবরাহের নিমিত্তে উপকরণ বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর মাসে রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের বিভিন্ন এলাকার ১২৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রতি জনকে ২ কেজি করে ব্যুরো হাইব্রিড বীজের উপকরণ৷ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
ইউএনও মোঃ আহসান হাবীব জিতু বলেন, কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের অবদান অপরিসীম। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের বীজ প্রদান করে আসছে সরকার ।