চট্টগ্রাম লোহাগাড়ায় কলাউজান ইউপি চেয়ারম্যান ওয়াহেদ কর্তৃক স্থানীয় প্রশাসন কে বৃদ্ধা আঙুল দেখিয়ে অবৈধভাবে বালু পাচারের সময় ড্রেম্পার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
নিহত বৃদ্ধা মাহাত বক্সু (৭০) উপজেলার পূর্ব কলাউজান আদারচর লতিয়ার পাড়া মৃত আঃ রহমান পুত্র বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়, পরের দিন বাদে আছর চেয়ারম্যানের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে আদারচর পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাছাড়া স্থানীয়রা ঘাতক ড্রেম্পার ট্রাক আটক করলেও অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকারী জড়িত দের বের করে সংশ্লিষ্টের প্রতি জোর দাবি জানিয়েছে সচেতন মহল।
জানতে কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কোনো ড্রেম্পার ট্রাক নেই। ভাল করে তদন্ত করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।