৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৬ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মহিউদ্দিন এবং শোয়েবুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানুল হক, সাবেক সহ-সভাপতি জাহেদুল ইসলাম,
উপজেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মহিউদ্দিন,উপজেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী সোয়াইব, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিক আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম,
উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন, সায়েম, আব্বাস, জয়নাল, এনায়েত,মুমিন, মো. আরমান, সাইফুল ইসলাম, জহির, মো. ইলিয়াছ খাঁন, ইয়াছিন আরফাত, মো. জুবাইর, বাসু দাশ সহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি নেতা নুরুল আবছার, উপজেলা যুবদল নেতা বোরহান, শওকত আলী, রাশেদুল হক, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শহিদ উল্লাহ সাগর উপস্থিত ছিলেন।