নবগঠিত লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া আবুল কালামের পুত্র ও চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের নিয়মিত ছাত্র মোঃ রাশেদুল ইসলাম।
গত ১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদ কে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের লোহাগাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। একমিটি তে মোঃ রাশেদুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মো: রাশেদুল ইসলাম কে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।
মোঃ রাশেদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আর্দশে বুকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি। আমাকে উপজেলা কমিঠিতে মূল্যায়ন করায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এস.এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের এর প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, কমিটি ঘোষণার পর মোঃ রাশেদুল ইসলাম নামে আরো এক ব্যক্তি একই পদ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে ধূম্রজাল তৈরি হয়। এরই মাঝে গত ২১ নভেম্বর শনিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের নিজের ফেসবুক পেইজে মোঃ রাশেদুল ইসলাম কে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন। এ বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোঃ রাশেদুল ইসলাম, পিতা : আবুল কালাম কে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বলে জানান।