লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়ার কৃতি সন্তান বোরহান সোবাহানকে বিশাল সংবর্ধনা ও মোটর শোভাযাত্রায় বরণ করেছে উপজেলা আওয়ামীলীগ পরিবার।
২৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ায় পৌঁছলে লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগে সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর নেতৃত্বে তাকে স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রা শোডাউন ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন তৃণমূলের নেতাকর্মীরা। এসময় প্রায় কয়েকশত গাড়ী বহর নিয়ে শোডাউনটি উপজেলার চুনতি পর্যন্ত প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা চত্বরে এসে বিশাল সংবর্ধনার আয়োজন করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য গত ১৮ অক্টোবর ( বুধবার ) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কে এম আসিফুর নহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদ কে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের লোহাগাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে বোরহান সোবহান কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বোরহান লোহাগাড়া সদর রশিদার পাড়া মরহুম ইউছুফ এর ছেলে ও চট্টগ্রাম সরকারি কলেজের নিয়মিত ছাত্র।