গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে ০৫/০৩/২০২২ তারিখ রাত ৮ ঘটিকার সময় শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প-১৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রবিউল ইসলাম, পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, মোঃশাহ আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ)মোঃ ইলিয়াস খান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন, আবু সায়েম চৌধুরী,ছারোয়ার হোসেন খান এবং সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
শফিউল্লাহকাটা ক্যাম্প ১৬ এর চেকপোস্টে সন্দেহজনকভাবে চট্টমেট্টো চ-৫১-০৪৭৮ নোয়া গাড়ী তল্লাশি করতঃ গাড়ির ড্রাইভার মোঃ আমির হোসেন (২১) পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা-ফাতেমা খাতুন
সেই ১ নং ওয়ার্ড, নাইট্যংপাড়া, থানা-টেকনাফ এর আটক পূর্বক তার হেফাজত হতে একটি কালো ব্যাগে রক্ষিত নীল রংয়ের ১৪৫টি প্লাষ্টিকের প্যাকেটে মোট ২৯, হাজার ১০০ পিস ইয়াবা একটি নোহা গাড়ি সহ আটক করা হয়েছে,
আটককৃত আমির হোসেন কে মাদক ও গাড়ি সহ উখিয়া থানা হস্তান্তর করা হবে বলে জানান ক্যাম্প ১৬ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হাসান।