সাধান চন্দ্র মজুমদার(সংসদ সদস্য ৪৬,নওগাঁ -১ মাননীয় খাদ্যমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাবু সাধন চন্দ্র মজুমদার। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী। রাজনীতির মাঠে তিনি সাপ-লুডুর মই বেয়ে উপরে উঠেন নি। তিনি উঠছেন সিড়ি বেয়ে। তাই তিনি সিড়ির নিচের মাটির কথা ভুলতে পারেন না।
আমরা নওগাঁ মানুষ কিন্তু এই মাননীয় সন্ত্রী মহাশয়কে সাধন দা বলেই চিনি। তিনি এখনো আমাদের সাধন দা। তার একটা বড় দিক হলো তিনি গঠনমূলক সমালোচনাকে ঘৃনা করেন না। নওগাঁর যে কোন মানুষতার সামনে বসে তার ভুল ধরে কথা বলতে পারে। তার বিষয়ে কিছু বলতে গেলেও তিনি স্থিরভাবে তা শোনেন। তার অবধারিত দড়জা সবার জন্য খোলা। বেয়াদবি না পেলে রাগও করবেন না। তিনি ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরোধি বলে তার পোষ্য বাহীনিও লাগে না।
নওগাঁর মানুষ সৌভাগ্যবান এ কারণে যে তার মতো একজন মন্ত্রী পেয়েছেন যার কাছে সারা রাত ধরে কথা বললেও বিরক্তবোধ করেন না।