ঝিনাইদহ জেলার শৈলকুপায় জানাযা নামাজ পড়ে বাড়ি ফেরার পথে, বড়দা ব্রীজের কাছে ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনায় আবুল কাসেম (৪৫) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ সোমবার (২০ জুলাই) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দৃর্ঘটনা ঘটে। মৃত্যু আবুল কাসেম মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের হবিবর মোল্যার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, আবুল কাসেম তার ফুপার জানাযা নামাজ পড়ে, নিজ কর্মস্থল গাড়াগঞ্জ বাজারে ফিরছিলেন।
এসময় বড়দা ব্রীজের উপর ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো (ট-১৪৫৩১৪) ট্রাকের সাথে তার মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আবুল কাসেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে কুষ্টিয়ার ভাদালিয়া হাইওয়ে পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।