আজ সোমবার (২০ জুলাই) সন্ধায় মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক দুলালের নেতৃত্বে ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ স্বপন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ রোডের দেব বাড়ির কাছিম উল্লার মার্কেট ও বাসার ছাদের উপর তল্লাশী চালিয়ে পানের বক্সের ভিতর থেকে ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই নজরুল ইসলাম, এএসআই আকরাম আলি এবং সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সততা স্বীকার করে জানান, উক্ত আসামীর বিরুদ্ধে মাদক মামলার প্রক্রিয়া চলছে।