সজ্জনের সাহসীক কর্মে,হেনেছে আঘাত
কিছু লুচ্ছা,ঘুষখোর,হীন স্বার্থ চরিতার্থকারী-
তাদের কুকর্মের ধর্ম,কয়লা ধুইলে যাইনা ময়লা
হিতাহীত হারাই জ্ঞান আজগুবী অভিযোগে,
তোমার জন্ম যতটুকু জানি দুর্নীতির আস্তাকুড়ে
ঘুষের রসে ভরা কুজনের দৈনন্দিন ভোজন
পাশে সদা থাকে তোমার ছদ্মবেশি কুজন।
আমার বিরুদ্ধে অভিযোগ শতভাগ মিথ্যে
আমি ষড়যন্ত্রের শিকার,সাহস ছিলো, আছে
থাকবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর –
কসম আমি নির্দোষ,বিনাদোষে অসহায় নিশ্চুপ
জাতির ঘাতক,প্রজন্মে অভিশাপ করো নিরবে
অবিচার তুমি অনাচারী,অত্যাচারী,মিথ্যার জলন্ত
অগ্নিকুণ্ড, প্রতিবাদীদের সাথে হয় তোমার দন্দ্ব।
ইহজগতে নাহয় পার পেতে পারো,পরজগতে কি হবে!
হে মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী,চোর-বাটপার,হিংসুক
সমাজের হে দূষিত বায়ু,নাই তোমার কোন নিস্তার –
কালের কলংকিত অধ্যায় রচিত হবে তোমার নামে
ইতিহাসের আস্তাকুড়ে আবর্জনার স্তুপে ঠাই হবে
ঝাড়ু-জুতোর মার খাবে তুমি,কুশপুত্তলিকা দাহ করবে
তুষের আগুন বিদ্রোহের জ্বলবে দাবানল,সময় বলবে
সাচ্ছা কথা,তুমি নীতিহীন,লোভী মানব নামের দানব
বুড়ো বানর,শয়তানের অগ্রজ,জ্ঞানপাপী নমরুদ।
আমার আঘাত ক্ষণিকের,তোমার আঘাত হবে যুগের
নিন্দাঝড়ে তুমি বিধবস্ত,ধরাশায়ী,কলংকিত মূখে ছাই
ইতিহাসে তোমার কলংক অধ্যায়,তুমি কলুষিত নিশ্চয়-
জাতি তোমাকে করবেনা ক্ষমা,তুমি বেঈমান,মোনাফেক
বাটপার,তীক্ষ্ণ দৃষ্টি তোমার প্রতি সবার,দাউ-দাউ জ্বলবে
প্রতিবাদের আগুন,হবে জুলুমের অমানিশা দুর –
হবে দুর দুর্নীতি,ঘুষ,স্বৈরাচারী,হবে অন্যায় প্রতিরোধ।