বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্বামীর সামনেই স্ত্রীর শরীরে হাত,ঢাকায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস |বাংলাদেশ দিগন্ত

ফরিদুল আলম রনি, রামু:
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৭ বার পঠিত

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্বামীর সামনেই স্ত্রীর শরীরে হাত!
কালের সংবাদ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে হয়রানির শিকার হয়েছেন এক নবদম্পতি। এমনই অ’ভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন কক্সবাজার বেড়াতে যাওয়া একটি ফেসবুক গ্রুপে।

জাকারিয়া নামের ওই ব্যক্তি লিখেছেন, স্ব-স্ত্রীক গিয়েছি কক্সবাজার, যখনই বিচে নেমেছি এক দল লোক ডুব দিয়ে এসে আমার স্ত্রীর শরীর স্পর্শ করে। তাকে বললাম ভাই ডিস্টার্ব করতেছেন কেন?

দেখলাম তারা ১০/১২ জন একসাথে দৌড়ে এসে আমাকে মারবে এই অবস্থা। তাই কি আর করার ঐদিনই উঠে হোটেলে এসে কাপড় চেঞ্জ করে সোজা ঢাকায় চলে আসছি।

তিনি যুগল পর্যটকদের সতর্ক করে বলেন, ‘আপনারা যারা কাপল যাবেন একটু সতর্ক থাকবেন। লাল গেঞ্জি অথবা সাদা গেঞ্জি পরা একদল লোক বিচে থাকবে, তাদের থেকে সাবধান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আর লাভ নাই। পুরো আনন্দ ভ্রমণ টা ই নষ্ট করে দিয়েছে জানোয়ারের বাচ্চাগুলা।

এমন ঘটনার সত্যতা স’ম্পর্কে জানাচ্ছেন আরো অনেকেই।

এমন ঘটনা পূর্বেও হয়েরছে উল্লেখ করে মাফুজ নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনার উচিৎ ছিল টুরিস্ট পু’লিশকে ইনফর্ম করা, আর ওদেরকে দেখিয়ে দেওয়া। সাথে সাথে পু’লিশ ওদের ধরে নিয়ে যেত। এর আগেও আএমন হয়েছে। আমা’র সামনে ওই বার এমন হইছে। সাথে সাথে অ্যাকশন নিছে। টুরিস্ট পু’লিশ টুরিস্টদের জন্য অনেক হেলফফুল।

তারেকুল নামে এক ব্যক্তি বলছেন, ‘কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম, আমি নিজে দেখেছি এমন করতে।

আয়শা নামের এক নারী বলছেন, ‘অন্তত ৯৯৯ এ একটা কল দেয়া দরকার ছিল। হোটেলের রিসিপশনেও কমপ্লিন দিলে ওরাও কিছুটা হেল্প করে। যাই‌ হোক, সেফলি ফিরে এসেছেন, আলহাম’দুলিল্লাহ।’

এ বিষয়ে টুরিস্ট পুলিশের বক্তব্য জানতে চাওয়া হলে ঢাকা হেডকোয়ার্টারের একজন কর্মক’র্তা বলেন, ‘আসলে সেখানে পর্যাপ্ত টুরিস্ট পুলিশ রয়েছে। সৈকতে পুলিশ রয়েছে। আমাদের সবচেয়ে বড় ইউনিট কক্সবাজারে। যে কোনো প্রয়োজনে পর্যট’কেরা তাদের সহায়তা নিতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!