চট্টগ্রামের বায়েজিদ এলাকার আব্দুল নবী লেদুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন, “সিটিজি ক্রাইম টিভি”র বিজ্ঞাপন প্রতিনিধি সাংবাদিক আব্দুল করিম।তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন,কসাই লেদু সিটিজি ক্রাইম টিভির অফিস ভাঙচুর করে এবং মোটা অংকের চাঁদা দাবী করলে,আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম মেজিট্রেট কোর্টে একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। এরপর থেকে সে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। জানাযায়,আব্দুল নবী লেদু প্রকাশ কসাই লেদুর অত্যাচারের কাছে জিম্মি হয়ে আছে সাংবাদিক আবদুল করিম বায়েজিদ এলাকার। তার এই কুকর্মের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাকে হত্যার হুমকি দিতেও পিছপা হয় না এই কসাই লেদু। সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধমকি এমন কি প্রাণনাশ করতেও কোনও প্রকার পিছপা হয় না । লেদুর নানান অপকর্মে অতিষ্ট হয়ে একটি চাঁদাবাজির মামলাও করেন সিটিজি ক্রাইম টিভির বিজ্ঞাপন প্রতিনিধি আব্দুল করিম। যার মামলা নং-২৩০। এরপর তার উপর সন্ত্রাসী হামলা চালায় লেদু গ্রুপ। সন্ত্রাসী গ্রুপের মধ্যে রয়েছে লেদু বাহিনীর ১/আবদুর রহিম ২/এনামুল হক৩/মাজেদুল ইসলাম প্রকাশ মোবাইল চোর মাজেদ ৪/ এদের নেতৃত্বে জঙ্গলপাড়া যায়, সাংবাদিক আব্দুল করিমের বাসভবনে।লেদুর সন্ত্রাসীরা ওনাকে ধরে নিয়ে যায় নিজের বাসভবন থেকে। পরে থানায় অবগত করলে,ওখান থেকে বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার এস আই রুবেল তাকে ওখান থেকে উদ্ধার করে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায়, সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এ বিষয়ে আজগর আলী মানিক বায়েজিদ থানার ওসি প্রিল্টন সরকার ও এস আই রুবেল কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।