বিভিন্ন অপরাধীমুলক কর্ম কান্ডের কৃতিত্বের সাথে অভিযান পরিচালানায় মাদক সেবী ও মাদক বিক্রেতা চোর ডাকাত চাঁদাবাজদের পতিহত করতে সক্ষম হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। তারই ধারবাহিকতা হারানো মোবাইলসেট
২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে মালিকের নিকট ফিরিয়ে দিয়ে আরো একটি সাফল্য অজর্ন করেছেন থানা পুলিশ। সূত্রমতে জানা যায়, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের
মোঃ আবু নোমান কর্মস্থল থেকে রিক্সাযোগে বাড়ী ফেরার পতিমধ্যে অসাবধানতাবসত A50 মডেলের নিজ ব্যবহৃত দামী মোবাইল সেটটি হারিয়ে যায়। গত ০৯/০৭/২০২০ইং তারিখ সাতকানিয়া থানায় হাজির হয়ে সাধারণ ডায়রী করেন তিনি। সাধারণ ডায়রী করার পর সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ চট্টগ্রামের দিক নিদের্শনায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) এর এসআই মোঃ সাজেদুল ইসলাম তথ্য প্রযু্ুক্তি ব্যবহার করে হারানো মোবাইলটি উদ্ধার করে মালিকের নিকট ফিরিয়ে দেন।