দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান মহাসড়কের কেঁওচিয়া দস্তিদারহাট এলাকা হতে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া যায়। সুত্রমতে জানা যায় ১৭/৭/২০২০ইং শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্্যাবের একটি দল অভিযান চালিয়ে চিহ্নিত দুজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। একজনের নাম হানে আলম পিতা মোঃ হারন পার্বত্য জেলা বান্দরবান। আরেকজনের নাম নুর মোহাম্মদ বাড়ী সাতকানিয়া কেঁওচিয়া হরিণতোয়া বলে জানা যায়। স্থানীয়রা বলেন হানে আলম দস্তিদার হাটে একটি গ্রীল ওয়ার্কসপের কর্ম চারী , নুর মোহাম্মদ ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন। বিভিন্ন সুত্রে জানা যায় তারা দুজনই দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিল। তাদের সাথে এলাকার ও বাহিরের বেশ কিছু ইয়াবা ব্যবসায়ীদের সাথে দহরম যোগাযোগ ছিল। কারো কথা কর্নপাত না করে আইনের চোখে ফাকি দিয়ে দাপটের সাথে অবৈধ মাদক ব্যবসা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিলেও থেমে নেয় ইয়াবা ব্যবসায়ীরা। বিভিন্ন পথ অবলম্ভন করে ইয়াবা সেবন ও পাচার করে আসছে নিরবে। বিশেষ সুত্রে জানা যায় স্থামীয় বকাটে ইয়াবা ব্যবসায়ীদের সাথে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সহযোগিতায় এসব অবৈধ ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ে বকাটেদের উৎপাত ও ইয়াবা সেবনসহ জড়িয়ে পরছে অবৈধ মাদক ব্যবসায়। গ্রামের সচেতনমহল বলেন গ্রামের কিছু বকাটে আছে তাদের নেই কোন আয়ের উৎস, তারপরও তাদের চালচলন রাজকীয় বিলাসীতা। নিশ্চয় অবৈধ ইয়াবাসহ বিভিন্ন অপরাধী কাজে জড়ি। থানা প্রশাসনের নজরদারীতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া জরুরী।