চট্টগ্রামের সাতকানিয়ায় সম্প্রতি সাবেক বিএনপি নেতা মরহুম আহমদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকীর সরণ সভায় অতিথি হয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধ। এনিয়ে তৃনমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সুত্রে প্রকাশ, উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি নেজাম উদ্দিন বাবর ক্ষমতার পালা বদলে রাতারাতি বনে গেলেন আওয়ামী লীগ নেতা। দলীয় পরিচয় কে পুজি করে সে এলাকায় অবৈধভাবে মাটি কাটা, বালু পাচার সহ দাপুটের সাথে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে, তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার জনসাধারণ।
এবিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা নেজাম উদ্দিন বাবরের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।