জন্মনিবন্ধনের ফরম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷সরকার বিনামূল্যে বিতরনের জন্য কোন ফরম ইউনিয়ন পরিষদকে সরবরাহ করেনি৷ফরমের যেখানে বিনামুল্য লিখা আছে সেখানে ডাউনলোড ও ফটোকপির কথাও লিখা আছে৷যেহেতু সরকার বিনামুল্যে বিতরনের জন্য কোনো ফরম সরবরাহ করেনি, তাই ডাউনলোড বা ফটোকপি করা ছাড়া কোন বিকল্প নেই৷ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন উদ্যোক্তা আছে৷সরকার বা পরিষদ তাকে বেতন দেয় না৷ ফটোকপি,ডাউনলোড ও প্রিন্টের কাজ করে সেবা মূল্য গ্রহণের মাধ্যমে তাকে আয় করতে হয়৷যেহেতু সরকার বিনামূল্যে বিতরনের জন্য ফরম সরবরাহ করেনি তাই উক্ত উদ্যোক্তা কিছু ফরম ডাউনলোড করে জনগনকে সরবরাহ করছে৷ফরম গুলো জমা হওয়ার পর এগুলো এন্ট্রি ও বাছায় করতে হবে,সময়ে সময়ে উপজেলা টাস্কফোর্সের কাছে আনা নেওয়া করতে হবে৷সব মিলিয়ে সে দশ টাকা সেবামূল্য গ্রহণ করেছে৷এরপরও শুরু থেকেই ফরমটি ওপেন করে দেওয়া আছে৷ ইউনিযন ডিজিটাল সেন্টার থেকে ফরম নিতে কেউ বাধ্য নয়৷সরবরাহকৃত ফরম ফটোকপি করে করে পুরন করে জমা দিলে গ্রহন করা হচ্ছে৷এমনকি কেউ হাতে লিখে জমা দিলেও গ্রহন করা হবে৷জন্মনিবন্ধন প্রদানের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর বাইরে কেউ এক পয়সাও নিতে পারবে না৷আশাকরি আমার এ বক্তব্যের পর বিভ্রান্তি দুর হবে৷fbবন্ধুদের অনুরুধ করব প্লিজ মানুষের মান সম্মান নিয়ে টানাটানি না করে নিজের সুন্দর ভবিষ্যত রচনার চেষ্টা করুন৷গঠন মুলক সমালোচনা ও পরামর্শ দিন,সাদরে গ্রহন করবো ইনশাআল্লাহ৷