সিটিজি ক্রাইম টিভির রিপোর্টার আফরোনাজ পান্না ও ক্যামেরাম্যান মোহাম্মদ লিটন পারস্পরিক যোগসাজসে ও অবৈধ উদ্দেশ্যে চাঁদাবাজি, ধান্দা ও সিটিজি ক্রাইম টিভির সুনাম ক্ষুন্ন হয় এমন অসাধু কাজে লিপ্ত থাকার কারণে সিটিজি ক্রাইম টিভি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক বলেন, সিটিজি ক্রাইম টিভির লোগো, কার্ড কিংবা পরিচয় বহন করে যদি অসাধুভাবে কোনো অপকর্ম করে। তবে এর জন্য সিটিজি ক্রাইম টিভি দায়ভার নেবে না। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক স্বাক্ষরিত বহিস্কার নোটিশে জানানো হয়েছে, আফরোনাজ পান্না ও তার স্বামী লিটনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। তারা দুজন সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভির লোগো ব্যবহার করে তাদের আইডিতে আমাদের লোগো নকল করে পেইজ ব্যবহার করে প্রতারণার দায়ে এবং আমাদের আইডিগুলো হ্যাক করার কারণে তাদের দুজনকে স্থায়ীভাবে বহিস্কার ঘোষণা করা হলো। তারা এই দুজন কোথাও আমাদের লোগো বা আমাদের নাম ব্যবহার করলে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’’(আদেশক্রমে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক)