সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাইদেহ গ্রামে ২টি সামাজিক কোনদলের জের ধরে মসজিদের ৪ পার্শে রাস্তায় বেড়া। ৬ মাস ধরে মসজিদে নামাজ পড়তে পারছেন না স্থানীয় মুসল্লিরা। জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউপির সরাইদহ গ্রামের সোহাগ গ্রুপ ও সাইফুল গ্রুপ, এই ২ টা গ্রুপের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই এক পর্যায় সোহাগ গ্রুপের লোকজন মসজিদের চার পাশ্বে তাদের জমি-জমা থাকায় পতিপক্ষের মুসল্লিরা যাতে মসজিদে যেতে না পারে, সে জন্য তারা মসজিদের চার পাশে বেড়া দিয়ে রাস্তা গুলো অবরোধ করে রাখে। শুধু তাই নয় মসজিদের মোয়াজ্জেন ও ইমামের বেতনও বন্ধ করে দেয়। সোহাগ গ্রুপের লোকজনের এই হটকারী সিদ্ধান্তের ফলে ধর্মীয় প্রতিষ্ঠান আল্লার ঘর এই মসজিদটির এখন অচল অবস্থা সৃষ্টি হয়েছে। পাকা মসজিদ থাকার পরেও মুসল্লিরা এখন নিয়মিত নামাজ আদায় করতে পারছেন না। এলাকাবাসীর দাবী মসজিদ আল্লার ঘর এই পবিত্র ঘরটির চার পাশে যারা বেড়াদিয়ে মুসল্লিদের নামাজ পড়তে বাঁধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রসাশনের সু-দৃষ্টি কামনা করছেন।