নৌকা নদীতে কিংবা হাওরে চলার কথা। সেই নৌকা সিলেটের সড়কে চলতে দেখা যাচ্ছে। মূলত বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেটের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের ওপর দিয়ে নৌকা দিয়ে চলাচল করছেন মানুষ।
গেল কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে সিলেটে। থেমে থেমে ঝরছে আকাশের বারিধারা। এর সাথে ভারতের উজান থেকে নেমে আসছে ঢল। দুইয়ে মিলে সিলেটজুড়ে দেখা দিয়েছে বন্যা।
সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলা পড়েছে বন্যার কবলে। সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর উপজেলাসহ নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায়ও বন্যার পানি মানুষের বাসাবাড়িতে ঢুকে পড়েছে।
বন্যা দেখা দিয়েছে সিলেট সদর উপজেলায়ও। এ উপজেলার বিভিন্ন গ্রাম এখন পানিবন্দী।
সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলায় বিমানবন্দর থেকে বাদাঘাট সড়কও পানিতে তলিয়ে গেছে।
এ সড়ক দিয়ে নৌকা চলাচল করতে দেখা যায়।
নৌকায় থাকা ব্যক্তিরা জানান, সড়ক তলিয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
এদিকে, সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।