কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোষ্টে পুলিশের গুলিতে নিহত হওয়া ঘটনায় লিয়াকত সহ ২১ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রাথমিক ভাবে যে তদন্ত হয়েছে, তাতে পুলিশের দেয়া তথ্যের সম্পূর্ণ বিপরীত রিপোর্ট পাওয়া গেছে বলেও জানা যায়।
গেল রোববার (০২ জুলাই) স্থানীয় বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ অন্যদের সকলকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে।এর আগে শুক্রবার (৩১ জুলাই) বাহারছড়ায় পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহত হওয়ার ঘটনা মর্মান্তিক বলে জানিয়েছেন সুশীল সমাজ। এদিকে সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে,এবং এব্যাপারে সুষ্ট তদন্ত হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।