কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বর্তমান চেয়ারম্যান এর ছোট ভাই সৈয়দ ফখরুল ইসলাম কাজল এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে আর্থিক অনুদান হস্তান্তর করলেন গর্জনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম।
হস্তান্তরকৃত মাসজিদ ও সড়কের নিম্নোক্ত তালিকা:-
১.জুমছড়ি মইন্যাকাটা কবর স্থান মাসজিদ-১৬,০০০/টাকা
২.থিমছড়ি কেন্দ্রীয় জামে মাসজিদ এর অজুখানা ১১,০০০/টাকা
৩.পশ্চিম বোমাংখিল জামে মাসজিদ -৫,০০০/টাকা
৪.গর্জনিয়া- বাইশারী সড়কের মেরামত বাবদ ৫,০০০/টাকা।
আর্থিক অনুদান হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন মান্যবর চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম,ইসলামী ব্যাংক ঈদগাহ শাখার সিনিয়র অফিসার নুরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, কবির আহম্মদ মেম্বার, আব্দুল জাব্বার মেম্বার আরো অনেকেই।