নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক হামলার ঘটনা ঘটে। পৌরসভার ৭ নং ওয়ার্ডে ( নাওতলা-বরলা-দুঃশি^মপাড়া) দূর্বিত্তদের করা হামলায় ২জন সাংবাদিক গুরুতর আহত হয়।
১৪ই ফেব্রুয়ারি রবিবার নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক এবিএম ছিদ্দিক ও মাহবুবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় এবিএম ছিদ্দিক গুরুতর আহত অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ সময় সাংবাদিক মাহবুবুর রহমানের ক্যামেরা ভাংচুর করা হয়।
সোনাইমুড়ী উপজেলা আ.লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি অতন্ত ব্যাথিত এমন ঘটনার জন্য। কে বা কাহার এমন ঘটনা ঘটিয়েছে তা আমার অবগত নহে। এ সময় তিনি এবং তার দল ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবেন বলে জানান।