ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শ্রমিকলীগের সভাপতি ও ডক্টর ওয়াজেদ মিয়া মেমোরিয়্যাল ফাউন্ডেশনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সিংহ বর্মন রবিনকে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রবীন্দ্রনাথ
সিংহ বর্মন রবিন। শুক্রবার বিকেলে প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এসএ এম সুমন,বিপুল জোয়ার্দার,এড.হেদায়েত- উল হক,আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,সহসাধারণ সম্পাদক বাপ্পি রায়হান,পায়েল হোসেন রিন্টু, সহঅর্থ সম্পাদক সাদেক খান,নাট্য সম্পাদক
মজিবর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সবুজ মোল্লা, ক্রীড়া সম্পাদক মামুনুর রহমান ও সহদপ্তর সম্পাদক রোহান খানসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আয়োজকদের ভূঁয়সী প্রশংসা করে সিরাজুল ইসলাম বলেন,আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব কর্মকর্তারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ঈশ্বরদী বাসীর অনেক সমস্যা দূরীকরনের চেষ্টা করবে এবং রাষ্ট্রের সকল প্রকার উন্নয়নে লেখনীর মাধ্যমে অংশ নিয়ে দেশকে সমৃদ্ধ করবে।
তিনি উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন,আমরা এই ক্লাবের সদস্যদের নানাভাবে সহযোগিতা করতে চাই। তিনি দক্ষতা,সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন। পরে ঈশ্বরদীর জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকার কপি উপহার দেওয়া হয়।