সোনা রঙ্গের গালিচা
*******************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
শরতের কাশবন বহে সমীরণ
খাঁ-খাঁ রোদ্দুর পথ বহুদূর –
পাকা ধানের আইলটি ধরে
যায় যে বঁধু বাপের ঘরে।
ঘোমটা পরে তুলে সুর
নুপুর পায়ে ঝুমুর-ঝুমুর –
পায়ে আলতা কানে দুল
বাপের দেশটি বহুদূর।
সোনা রঙ্গের ধান গালিচায়
খুশিতে চাষির মন ভরে যায়,
হেমন্তে যায় কাটতে ধান
খুশিতে নাচে চাষির প্রাণ।
চিড়া-মুড়ি, ভাঁপা পিঠার
যায় পড়ে যায় ধুম –
নতুন ধানের মিষ্টি গন্ধে
চাষি হারায় সাধের ঘুম।
চাষি আমার সোনার ছেলে
সারাটা দিন মাঠে খেলে –
যুগের তালে লাঙ্গল -জোঁয়াল
বিজ্ঞান সেসব কেড়ে নিলে।
সব ক্ষেত্রে বিজ্ঞান দেখি
আনলো বৈপ্লবিক উন্নতি,
বেকারত্বের বোঝা বাড়ায়
বিজ্ঞান করে চাষির ক্ষতি।