সোমবার থেকেই কলকাতায় পদ্মার ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এ মৌসুমে সাড়ে ১৪শ’ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার, যা গত বছরের প্রায় গুণ। সোমবার থেকে রপ্তানির লক্ষ্যে ফ্রিজিং ইলিশ প্যাকিংয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
এদিকে বাংলাদেশ থেকে আমদানির আশায় কলকাতার বাজারে দাম কমেছে স্থানীয় ইলিশের। কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, তুলনামূলক বেশি ইলিশ সংরক্ষণের আশায় হিমাগার খালি করতেই দেশি ইলিশের দাম কমিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশের ইলিশ আমদানির জন্য কলকাতার ২শ’ ব্যবসায়ী আবেদন করলেও অনুমতি পেয়েছেন মাত্র ৯ জন।