রাউজানের এক প্রবাসী ব্যবসায়ী সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম হাজী মোঃ সোলাইমান (৪৪)। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরব নগরের মরহুম ছিদ্দিক আহমদের প্রথম পুত্র।আজ মঙ্গলবার মরহুমের চাচা আরব নগর আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ কে এম আলমগীর মাসুদ আরবি নগরী নিশ্চিত করেছেন সোমবার রাতে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাতিজা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , গত ৩ জুলাই করোনা আক্রান্ত হওয়ার পর তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।তার চাচা কে এম আলমগীর মাসুদ আরবি নগরী আরো জানান , তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা শরীফ এলাকায়। সেখানে তাঁর দেশ থেকে কেউ গেলে তাকে খুবই আদর সমাদর করতেন। আন্তরিকতা দেখাতেন। অন্যদিকে সোলায়মান এর মৃত্যুর খবরে তার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।