সৌদি বাদশাহ কিং সালমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ(৩০ জুলাই) সৌদি আরবের দুই পবিত্র মসজিদের অভিভভাবক অবশেষে সফল গলব্লাডার অপারেশন শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির পথে যাত্রা করেছেন।
সৌদি প্রেস এজেন্সি( এসপিএ) এই সকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
গত সপ্তাহে রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে সৌদি বাদশা কিং সালমানের গলব্লাডারের পাথর সম্পূর্ণ সফলভাবে অপসারণ করা হয়েছিল।
গত ২০ জুলাই তিনি এ হাসপাতালেই গলব্লাডার জটিলতায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।
অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালেই অবস্থান করে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পান।
গত ২৮ জুলাই সৌদি বাদশাহ হাসপাতাল থেকেই একটি ভার্চুয়াল সভার মাধ্যমে সবার সাথে কথা বলেন।
যারা তাঁর অসুখের সময় উদ্বেগ প্রকাশ করেছিল তাদের কুশল ও ধন্যবাদ প্রদান করেন।