হজ্জ পারমিট ছাড়া মিনা বা আরাফাতে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যারা করবে তাদের বিপুল পরিমান অর্থদণ্ড দিতে হবে।
হজ্জ পারমিট ছাড়া মিনা, মুজদালিফা বা আরাফাতে প্রবেশ করলেই ১০ হাজার সৌদি রিয়েল জরিমানা করা হবে।
আজ( ১৯ জুলাই), হজ্জ শুরু হবার ঠিক ১০ দিন আগে এই নির্দেশ প্রদান করা হলো।
হজ্জ শুরুর সম্ভাব্য তারিখ ২৯ জুলাই।
মেজর জেনারেল জায়েদ আল তাওয়াইন যিনি কিনা হাজীদের নিরাপত্তা প্রদানের জন্য গড়ে তোলা হজ্জ নিরাপত্তা বাহিনীর প্রধান, তিনি এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য নিশ্চিত করেন।
আজ( ১৯ জুলাই) মক্কার ইউনিফর্ম সেন্টারে হজ্জ নিরাপত্তা বাহিনীর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তাওইয়াইন এ সকল ঘোষণা প্রদান করেন
তিনি আরো জানান, আসন্ন হজ্জ উপলক্ষে সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে।
এ বছর একটি খুব বিশেষ হজ্জ আসছে। খুব কম সংখ্যাক হাজি এই হজে অংশ নিবে।
কোভিড-১৯ মহামারী এবং আরো কয়েকটি কারণে এ বছর হজ্জের নিরাপত্তায় বিশেষ কিছু ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।