দেশব্যাপী টিকা দান কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী,
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা:মো:নাজিম উদ্দিনসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হাতিয়া হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা:নিজাম উদ্দিন মিজানকে প্রথম টিকা প্রদানের মধ্য দিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
করোনা ভাইরাসের টিকা গ্রহন শেষে ডা:নিজাম উদ্দিন মিজান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, হাতিয়ায় আমি প্রথম টিকা গ্রহন করেছি এতে আমার কোন ধরনের সমস্যা হয়নি।এটা নিরাপদ।তাই আপনারা সবাই রেজিষ্ট্রিশনের মাধ্যমে টিকা গ্রহন করবেন,এবং কোন প্রকার গুজবে কান দিবেন না।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে হাতিয়া উপজেলায় কর্মরত চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক, পুলিশ,আনসারসহ বিভিন্ন পেশার ৬৭জন লোক এই টিকা গ্রহন করেছেন বলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নাজিম উদ্দিন জানান।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইমরান হোসেন জানান, আগামী বারো কর্মদিবস পর্যন্ত এই টিকা দান কার্যক্রম চলমান থাকবে এবং ৭হাজার ৫শ ৭০জনকে এ টিকা প্রদান করা হবে।