জানা যায়, গত ১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫ টায় বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানাধীন পুইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ হোয়াইক্যং নয়া বাজার এলাকার নবী হোসেনের স্ত্রী আয়শা বেগম( ৩৫), ও পশ্চিম মহেশখালী পাড়ার কবির আহমদের স্ত্রী মমতাজ বেগম (৪৬)কে হাতেনাতে আটক করা হয়।

এ সংক্রান্তে বাঁশখালী থানায় একটি মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।