টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যংয়ের প্রবীণ আলেম, উনছিপ্রাং বড় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শুরা সদস্য জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল মন্নান সাহেব ১৩ জুন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাহার মৃত্যুতে মাদ্রাসা দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ (উনছিপ্রাং বড় মাদ্রাসার) পক্ষ থেকে মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা শামসুল আলম (০১৮১৬১৮১৩২০) গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আজ ১৪ জুন সকাল ১১ ঘটিকায় তাহার জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিডি দিগন্তকে জানানো হয়।