টেকনাফ হোয়াইক্যংয়ের খারাইঙ্গা ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা ও মাদক পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। এসময় তিনজন মাদক কারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়।
সূত্র জানায়,বৃহস্পতিবার (৬ই মে) সাড়ে চারটার দিকে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ নুরে আলম সঙ্গীয় ফোর্স সহ হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ডের খারাইংগা ঘোনার শামসুল আলমের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২হাজার ইয়াবা ও অটো চালিত একটি সিএনজি জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।
উল্লেখ্য ;
ইসলামের পুত্র বেলাল,মৃত আব্দুস সালামের পুত্র ছৈয়দ আলম,আব্দুর রশিদের পুত্র মুস্তাফিজুর রহমান জব্দকৃত ইয়াবা ও সিএনজি ফেলে পালিয়ে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।