টেকনাফের হোয়াইক্যংয়ে এক গ্রামে সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকান্ডে সম্পৃক্ত এক রোহিঙ্গাদের বসবাসকে কেন্দ্র করে গ্রামীবাসী এবং রোহিঙ্গা নাগরিকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত ১৩ অক্টোবর হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র আব্দুর রশিদ ইউএনও বরাবর লিখিত অভিযোগে জানা যায়, সম্প্রতি জনৈক রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্য আব্দুল হামিদ খাস জমি ক্রয় করে বসবাস করে আসছে। মাঝে-মধ্যে এই বাড়িতে সন্দেহভাজন রোহিঙ্গারা এসে গোপন বৈঠক করছে। তা দেখে আব্দুর রশিদ কিসের গোপন বৈঠক জানতে চাইলে আব্দুল হামিদের স্ত্রী অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং উল্টো হুমকি-ধমকি দিয়ে আসছে। এমন কি রোহিঙ্গারা কাউকে পরোয়ানা করেনা বলে হুমকি দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অভিযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত স্বাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে দায়িত্ব দেন।
এদিকে গ্রামের ভেতরে রোহিঙ্গাদের বসবাস করার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ###