টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচ নং ওয়ার্ডের আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন (৩৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে।আজ ৯ই জুন (রোজ মঙ্গলবার)সন্ধ্যা ৭টার সময় কানজর পাড়া ষ্টোশনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,জায়গা জমিনের ব্যাপ্যারে কথা কাটাকাটি হলে, এক পর্যায়ে অতর্কিত ভাবে প্রতিপক্ষ ২০-৩০ জন সন্ত্রাস বাহিনী দা,কিরিচ,হাতুড়ী লোহার রড দিয়ে নুরুল আমিনের উপর নির্মম ভাবে হামলা চালায়।নুরুল আমিনের ছোট ভাই লুৎফর আমিন গণমাধ্যমকে জানান,কামাল উদ্দিনের ছেলে মোস্তাক আহমদ,জামাল,ফাহিম,রফিক,ভাইলা,শাহ ইমরান প্রকাশ (গুইন্ন),দিলদার,জয়নাল,তারেক,আলতাফ,পারভেজ,মমতাজের ছেলে জুয়েলসহ অজ্ঞাত আরো বিশ- ত্রিশ জন এসে তার বড় ভাইয়ের উপর এলো পাতাড়ি হামলা চালিয়েছে। উক্ত ঘটনার ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নাজমুলের কাছে জানতে চাইলে,তিনি বলেন,ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত পূর্বক মামলার কার্যক্রম চলতেছে।