টেকনাফের হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের পূর্ব মহেশখালীয় পাড়া ও কম্বনিয়া পাড়ায় সাংগঠনিক দুই ওয়ার্ডের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সাংগঠনিক ওয়ার্ড এক-এ কবির আহমদ কে আহবায়ক ও শফিক আলম কে সদস্য সচিব এবং সাংগঠনিক ওয়ার্ড দুই-এ মমতাজ উদ্দিন জিয়া কে আহবায়ক ও আব্দুর রহিম কে সদস্য সচিব করে দুই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) আছরের নামাজের পরে হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব মাওঃ আনোয়ার হোছাইনের সাঞ্চলনায় খারাংখালী কম্বনিয়া পাড়া এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী।আরো উপস্থিত ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী, লোকমা হাকিম, মাওলানা আকতার হোসেন ফারুকী, সাবেক মেম্বার আলী আকবর, হেলাল উদ্দিন নুরী সহ অন্যন্য নেতৃবৃন্দ।