কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিক্ষিত যুকদের নিয়ে “যুব অধিকার বাস্তবায়ন সংঘ”নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। ১০ই অক্টোবর তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছিল। আজ ১৬ই অক্টোবর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।যে কমিটি’র লক্ষ্য -উদ্দেশ্য সমাজে নির্যাতিত নিপীড়িত -মাজলুম মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। যথা সম্ভব সমাজের মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলা।এই নতুন কমিটিতে যাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে,সভাপতি, তৌহিদুল ইসলাম সোহাগ,
সিনিয়র সহ-সভাপতি,জিয়া উদ্দিন,সহ-সভাপতি, মিজান
সহ-সভাপতি :শহীদুল্লাহ
সাধারণ সম্পাদক,আরফাত উল্লাহ,সহ-সাধারণ সম্পাদক, আব্দুল মালেক
(সহ-সাধারণ সম্পাদক : করিম উল্লাহ)
সাংগঠনিক সম্পাদক,আব্দুল আজিজ
,সহ-সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদীন,অর্থ -সম্পাদক, প্লাবন
সহ-অর্থ সম্পাদক,আল শাহ রিয়াজ রুবেল,প্রচার সম্পাদক: সাইফুদ্দীন আল মোবারক,সহ-প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক : হাসান তাজওয়ার সিদ্দিকী,সহ-দপ্তর সম্পাদক, আবছার উদ্দিন,ক্রীড়া সম্পাদক, শাহারিয়াজ,সহ-ক্রীড়া সম্পাদক :মিজান(লম্বাবিল )
ধর্ম- বিষয়ক সম্পাদক, নেজামুল ইসলাম
সদস্য:
মো: জাকের উল্লাহ,
মো: ফারুক,
আব্দুল গফুর,
আবু শেফা মোহাম্মদ,
আহমদ আরমান,
মো: মোছা,
মো: রফিক,
রাশেদুল ইসলাম।
উক্ত সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যগণ,হোয়াইক্যং ৩নং ওয়ার্ডবাসীসহ সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।